এইচবি এভিয়েশনের ৮ম সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০ জন উদ্যোক্তাকে সম্মাননা ও ২০০ সফল শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। ৩১ জানুয়ারি রাজধানীর একটি অডিটোরিয়ামে এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ‘৮ম এইচবি সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি’ অনুষ্ঠিত হয়।
Advertisement
অনুষ্ঠানে ২০২৪ সালে ট্রেনিং ইনস্টিটিউট থেকে এয়ারটিকিটিং ও ভিসা প্রফেশনের ওপর কোর্স সম্পন্ন করা ঢাকা ও সিলেটের ২০০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া যারা ট্রেনিং নিয়ে উদ্যোক্তা হয়েছেন এমন ২০ জন সফল উদ্যোক্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ জন এতিম শিশুকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তাদের জন্য অনুদান ও উপহারসহ এইচবি এভিয়েশন ও স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে ‘কিডস স্পেস ক্যাম্পে’ ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হয়।
আরও পড়ুনআইইএলটিএস স্পিকিংয়ে ভালো করার উপায় উন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদ জরুরি
Advertisement
এইচবি এভিয়েশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান যাকি এস বারী বলেন, ‘এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট ৭ বছর ধরে এভিয়েশন ও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে উন্নত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে আসছে। এইচবি এভিয়েশন শুধু ট্রেনিংই দিচ্ছে না, ট্রেনিং শেষে শিক্ষার্থীদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ সহযোগিতা করে আসছে।’
তিনি বলেন, ‘এইচবি এভিয়েশন তাদের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন শীর্ষ ট্রাভেল ট্রেড প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা সেসব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে সরাসরি ব্যবসায়ীক সম্পর্ক ও নেটওয়ার্ক তৈরি করতে পারছেন। ট্রেনিং নিয়ে যারা উদ্যোক্তা হচ্ছেন, তাদের জন্য ২০টিরও বেশি সেবা ফ্রিতে দিচ্ছে। সামনে শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। যাতে তারা ট্যুরিজম ইন্ড্রাস্ট্রিতে সফল হতে পারেন এবং অবদান রাখতে পারেন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও সাইফুল হক, বাংলাদেশ বেতারের ডিরেক্টর জেনারেল এ এস এম জাহিদ, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু প্রমুখ। সবাই এইচবি এভিয়েশনের তরুণ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন।
এসইউ/
Advertisement