আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সিভিল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা। ৩১ জানুয়ারি রাজধানীর আফতাবনগরে বসেছিল এই পেশাজীবীদের ক্যারিয়ার মিট আপের আসর। বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজনে সংগঠনটির সদস্যরা মুখরিত ছিলেন প্রাণবন্ত অংশগ্রহণে।
Advertisement
বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সেলিম হোসেন মিয়াজি ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি ইঞ্জিনিয়ার এমডি আতিকুর রহমান খানের নেতৃত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমডি শাহজাহান কবির।
আয়োজকরা জানান, পারস্পরিক মূল্যবোধ, বোঝাপড়া, উন্নয়ন এবং সমাজে তাদের গতিশীল কর্মযজ্ঞকে সম্মান জানানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয় সমাবেশটি। অংশগ্রহণ করা ইঞ্জিনিয়াররা এ পেশায় সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে নতুন প্রজন্মকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দক্ষ করে গড়ে তুলতে নানা কর্মসূচির পাশাপাশি রাষ্ট্রীয় নানা উদ্যোগেরও দাবি জানান।
আরও পড়ুনহাতেকলমে ফেসবুক মার্কেটিং উন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদ জরুরি
Advertisement
অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া বলেন, ‘একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সবচেয়ে জরুরি দুটি বিষয়। একটি হলো, আপনি এই পেশার জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছেন। অন্যটি হলো সততা। তার সঙ্গে পরিশ্রম, নিয়ম-শৃঙ্খলা। কোনো কিছু করার আগে এটাও জানতে হবে যে, আমি এটি কেন করতে চাই। সেটি ঠিক করে তারপর সেই পারপাসে নিজেকে তৈরি করা জরুরি।’
বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমডি শাহজাহান কবির বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিভিল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি আমাদের দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্ব বয়ে আনবে।’
এসইউ/
Advertisement