জাতীয়

দোকান থেকে বাসায় ফেরা হলো না মরিয়মের

রাজধানীর টিকাটুলি ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মোছা. মরিয়ম আক্তার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাট ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী স্বপন জানান, আমার একটি মুদির দোকান রয়েছে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশেই। দোকান থেকে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস আমার স্ত্রীকে চাপা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামে। বর্তমানে টিকাটুলি এলাকায় ভাড়া বাসায় থাকি। আমাদের দুই সন্তান রয়েছে।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

কাজী আল-আমিন/এএমএ/জিকেএস