সাঈম হাসান খান
Advertisement
আমি ইংরেজি বলতে গিয়ে ভুল করলে লোকে কী বলবে? এই চিন্তাটা আমাদের মাথায় প্রথম আসে ইংরেজিতে কথা বলার সময় অন্যজনের সামনে। এ কারণে আমরা কথা বলতে দ্বিধাবোধ করি। ফলে আমরা ইংরেজি জেনেও ভালো করে বলতে পারি না।
ইংরেজি শেখার গুরুত্ব কারোই অজানা নয়। ভালো চাকরির সুযোগ, শিক্ষা এবং বিশ্বব্যাপী যোগাযোগ—সবকিছুতেই ইংরেজির দক্ষতা যাচাই করা হয়। ইংরেজিতে দক্ষতা অর্জনের প্রচুর অনুশীলন প্রয়োজন। তাই আরেকজন কী ভাববে আপনি ভুল করলে, তা না ভেবে নিয়মিত কথা বলুন।
আমাদের যেহেতু বাংলা মাতৃভাষা। তাই আমরা অন্য যে কোনো ভাষা শিখতে গিয়ে ভুল করবো—এটাই স্বাভাবিক। নিরুৎসাহিত না হয়ে আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন এবং ভুল থেকে শিখুন। আপনি যত বেশি ইংরেজিতে কথা বলবেন; তত দ্রুত তা শিখতে পারবেন।
Advertisement
দ্বিতীয়ত ইংরেজি শেখার সময়, ইংরেজি শোনার দক্ষতা উন্নত করুন।
ইংরেজি সিনেমা, টিভি শো, ইউটিউব ভিডিও, পডকাস্ট এবং অডিও বুক প্রতিনিয়ত শুনুন। বিভিন্ন উচ্চারণ এবং কথা বলার ধরন বোঝার চেষ্টা করুন।
ইংরেজি বলতে শেখার জন্য প্রয়োজন সময় এবং প্রচেষ্টা। তাই হতাশ না হয়ে দৃঢ় সংকল্প এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি সাবলীল ভাবে ইংরেজি বলার দক্ষতা অর্জন করতে পারেন।
লেখক: আইইএলটিএস ইনস্ট্রাক্টর।
Advertisement
এসইউ/জেআইএম