পটুয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেয়েছেন আওয়ামী লীগ নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে।
Advertisement
সম্মানপ্রাপ্ত আওয়ামী লীগ নেতার নাম আলাউদ্দিন আলাল। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সম্প্রতি আলাউদ্দিন আলালকে জিয়া সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
শহিদুল ইসলাম নামে পটুয়াখালী পৌর বিএনপি সাবেক এক নেতা ফেসবুকে লিখেছেন, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মো. আলাল গাজী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের হাত থেকে কীভাবে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা ক্রেস্ট তার হাতে উঠলো। এটি পটুয়াখালী জেলা বিএনপি পরিবার জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চায়। পোস্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে আলাউদ্দিন আলালের অংশ নেওয়া বেশকিছু ছবিও আপলোড করেন।
ছাত্রদল নেতা রাকিবুল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আলাউদ্দিন আলাল একটি আতঙ্কের নাম। কীভাবে পটুয়াখালী জেলা বিএনপির সুপারিশে এ সম্মাননা পুরস্কার পায় জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন।
Advertisement
আলালের এ সম্মাননা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফেসবুকে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন। আওয়ামী লীগ নেতা জিএম দুলাল তার ফেসবুকে লিখেছেন, ধন্যবাদ জেলা বিএনপিকে। ধন্যবাদ দ্রুত রং পাল্টানো গিরগিটিকে হার মানানো আলালকে। জিএম দুলালও তার লেখার সঙ্গে আলালের ক্রেস্টসহ ছবিও পোস্ট করেছেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমি ফেসবুকে ছবি দেখেছি। কে বা কারা দিয়েছে সেটি জানি না। তবে আমি খোঁজ খবর নিয়ে দেখি তারপর এ নিয়ে কথা বলবো।
এ বিষয় জানতে আলাউদ্দিন আলালের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম
Advertisement