দেশজুড়ে

বিয়ের দুদিন আগে নিখোঁজ, পাঁচদিন পর মিললো ঝুলন্ত মরদেহ

জয়পুরহাটে নিখোঁজের পাঁচদিন পর মাহমুদুল হাসান পিপাস (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পিপাস জয়পুরহাট আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তারা জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ধারকি সূতীঘাট এলাকার বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ধারকি গ্রামের জোসনা বেগম নামের এক নারী ওই বাঁশ ঝাড়ে পাতা নিতে গেলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখন চিৎকার দিলে অন্যরা এসে পুলিশকে খবর দেয়।

Advertisement

পিপাসের খালাতো ভাই শুভ জাগো নিউজকে জানান, গত শুক্রবারে তার বিয়ের কথা ছিলো, কিন্তু বুধবার থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আক্কেলপুর থানায় জিডি করা হয়। আজ দুপুরে মরদেহ পাওয়ার খবরে এসে দেখি সেটি পিপাসের। আক্কেলপুর থানার এসআই মাসুদ হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যা, নাকি তা জানা যাবে।

আল মামুন/এএইচ/জিকেএস