রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচার কারখানা থেকে সজিব মোল্লা (২৫) নামের এক রংমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
Advertisement
তার বাড়ি মাদারীপুর জেলার মাদারীপুর থানার শিমুলতলা গ্রামে। তিনি মোল্লাবাড়ির মো. ফারুক মোল্লার ছেলে। তিনি বাড্ডার সাতারকুলে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফার্নিচার কারখানার দরজা ভেঙে সজীব নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পারি নিহত যুবক পেশায় রংমিস্ত্রি। তবে কি কারণে তিনি ফাঁস দিয়েছেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম