দেশজুড়ে

সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়নি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়নি। দুর্নীতির কারণেই তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে।

Advertisement

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করিনি। বিএনপিকে আমরা চ্যালেঞ্জ করছি তারা প্রমাণ করুক আমরা প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে। যদি তারা গণ্ডগোল করে তাহলে শুধু ভোটের মাধ্যমেই নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে।

Advertisement

কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম ও আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাশেদুল কায়সার প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর