তথ্যপ্রযুক্তি

এসি কত তাপমাত্রায় চালালে বিদ্যুৎ বিল কমবে জানেন?

শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। অনেকে এখনই নতুন এসি কিনতে চাচ্ছেন।

Advertisement

এসি চালিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। যা মোটেই সুখকর হয় না কারো জন্য। তবে কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে। এসি, কুলার, পাখার সঠিক ব্যবহার জানতে হবে। তাহলেই আপনার বাসার বিদ্যুৎ খরচ আপনি কমাতে পারবেন সহজেই।

জেনে নিন কয়েকটি উপায়- সঠিকভাবে এসির ব্যবহার

বিশেষজ্ঞরা বলছেন, এসি-এর তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। অনেকে বলতে পারেন, ২৬ ডিগ্রিতে কী আর ঘর তেমন ঠান্ডা হবে? এই জন্যই এসি-এর সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসি-এর উপরেও অতিরিক্ত চাপ পড়বে না।

নিয়মিত এসি পরিস্কার

নিয়মিত এসি পরিস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু ঝাড়পোঁছ করলে হবে না। প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর এয়ার ফিল্টার পরিস্কার করতে হবে। ধুলো জমলে এসি-এর কুলিং ক্ষমতা কমে যায়। ফলে বেশি সময় চালাতে হয়। বিদ্যুৎ বিলও বেশি আসে।

Advertisement

সঠিক মোড ব্যবহার

এয়ার কন্ডিশনারে অনেকগুলো মোড রয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের এসি-তে আপনি ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড পাবেন। এই সব মোড বিভিন্ন অবস্থা এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী সেট করা হয়।

এই মোডগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধিও অনায়াসে রোধ করা যায়। আপনিও যদি এসির বিল নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে আজ থেকেই আপনার এসি ‘অটো মোডে’ রাখা শুরু করে দিন।

এয়ার কন্ডিশনারটি অটো মোডে সেট করার সঙ্গে সঙ্গে এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়। এসির অটো মোড তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসির গতি এবং শীতলতা নিয়ন্ত্রণ করে। এসির অটো মোড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসার চালু হবে এবং কখন বন্ধ থাকবে। এই মোডটি ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী এসিটির কার্যকারিতা ঘরের সঙ্গে ব্যালান্সড করে রাখে।

যখন ঘরের তাপমাত্রা বেশি থাকে, তখন এয়ার কন্ডিশনারটির অটো মোড কম্প্রেসার চালু করে এবং রুম ঠান্ডা হলে কম্প্রেসারটি বন্ধ করে দেয়। একইভাবে, যখন ঘরের বাতাসে আর্দ্রতা থাকে, তখন এসির অটো মোড ডিহিউমিডিফিকেশন মোডকে সক্রিয় করে। এসির অটো মোড এসি একটানা চালু রাখে না, যা বিদ্যুৎ বিল বাঁচাতে অনেক সাহায্য করে। এই মোডটি স্প্লিট এবং উইন্ডো এসি উভয় ক্ষেত্রেই পাওয়া যায়।

Advertisement

আরও পড়ুন

এসির বাতাস ঠান্ডা হয় না যেসব কারণে এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস