দেশজুড়ে

ইবতেদায়ি-জেডিসিতে কাগতিয়া মাদরাসায় শতভাগ পাস

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও শতভাগ পাসের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

Advertisement

চলতি বছর জেডিসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০ ভাগ। চলতি বছর জেডিসি পরীক্ষায় এ মাদরাসা থেকে সর্বমোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৬ জন ‘এ’, ১৫ জন ‘এ-’, ৪ জন ‘বি’ ও ১ জন ‘সি’ গ্রেডে পাস করেছে।

ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচজন জিপিএ-৫, ৩০ জন ‘এ’, ৬ জন ‘এ-’, ১৪ জন ‘বি’, ৭ জন ‘সি’ ও ১ জন ‘ডি’ গ্রেডে পাস করেছে।

মাদরাসার এ ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি। তারা এ জন্য মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রা.) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement

এছাড়া মাদরাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদরাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকদের নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদরাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন।

বিএ/আরআইপি