বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া নায়িকাদের মধ্যে প্রথম যিনি ১ কোটি রুপি পারিশ্রমিকের ঘর অতিক্রম করেছিলেন। তার হাত ধরেই হিন্দি চলচ্চিত্র অঙ্গনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়।
Advertisement
প্রিয়াঙ্কা শুধু বলিউড নয়, হলিউডেও সাফল্যের সঙ্গে একাধিক কাজ করেছেন। তিনি হলিউডেও সবচেয়ে বেশি বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা।
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া তার নান্দনিক অভিনয় দিয়ে বলিউড ও হলিউড জয় করেছেন, সোশ্যাল মিডিয়াতেও প্রভাব বিস্তার করছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে তার বিপুল ফ্যান-ফলোয়ার রয়েছে। এ সমীক্ষা থেকে জানা গেছে, হলিউডে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। ‘ফোর্বস’র প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের সিনেমা প্রতি নিয়ে থাকেন ৪০ কোটি রুপি। ‘অ্যামাজন প্রাইম’র ভিডিও ‘শো সিটাডেল’র জন্য এই বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন প্রিয়াঙ্কা।
Advertisement
ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না। ‘ফোর্বস’র রিপোর্ট অনুযায়ী, বলিউডে সিনেমা প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন ১৪-২০ কোটি রুপি।
২০১০ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার তুঙ্গে ছিল। তিনি একে একে ‘বরফি’, ‘ম্যারি কম’, ‘বাজিরাও মস্তানি’, ‘দিল ধাড়কান দো’র মতো সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এরপরই তিনি হলিউডে পাড়ি জমান। ক্রমেই কমতে থাকে প্রিয়াঙ্কার বলিউডের সিনেমার সংখ্যা।
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’ ব্যাপক আলোচনায় ছিল। সেটা ছিল ২০১৭ সাল। এরপর তাকে দেখা যায় ‘আ কিড লাইক জেক’, ‘ইসনট ইট রোমন্টিক’, ‘উই ক্যান বি হিরোস’, ‘দ ম্যাটরিক্স রিসারেকশন’, ‘লাভ এগেইন’র মতো সিনেমায়।
Advertisement
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরই যে নায়িকার নাম আসবে, তিনি হলেন দীপিকা পাড়ুকোন। সিনেমা প্রতি তিনি নিয়ে থাকেন ১৫-৩০ কোটি রুপি। এরপরেই রয়েছে কঙ্গনা রানাউত ও ক্যাটরিনার নাম। দুজনেই সিনেমা প্রতি নিয়ে থাকেন প্রায় ২৫ কোটি রুপি। আলিয়া ভাট, অনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো নায়িকারা নিয়ে থাকেন ১০-২০ কোটির কিছুটা কম বেশি।
এমএমএফ/জিকেএস