কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে সমন্বিত জাতীয় তথ্যভান্ডার তৈরির সুপারিশ করেছে টাস্কফোর্স।
Advertisement
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন খাতে সংকট থেকে উত্তরণে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় এ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।
আরও পড়ুন অর্থনৈতিক স্থিতিশীলতায় টাস্কফোর্সের যত সুপারিশসামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে টাস্কফোর্সের সুপারিশ: সামাজিক সুরক্ষার সংকট উত্তরণে সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর পরিধি নির্ধারণ ও পরিমার্জন করতে হবে; জীবন চক্র ভিত্তিক কাঠামোর আওতায় কর্মসূচিগুলোকে একীভূত করতে হবে এবং অপ্রাসঙ্গিক কর্মসূচি বাদ দিয়ে মাঝারি মেয়াদের কর্মসূচির সংখ্যা ১৫ থেকে ২০ এর মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে; সুবিধাভোগী নির্বাচনের মানদণ্ড ও পদ্ধতির পরিমার্জন করতে হবে; সুবিধাভোগী নির্বাচনের জন্য তথ্যভান্ডার ব্যবস্থা আধুনিক করতে হবে; ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির জন্য অভিযোজনমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এছাড়া কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন উদ্যোগ বাজারে চাহিদা ও শিল্পখাতে প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ করতে হবে; আধুনিক প্রযুক্তিতে (যেমন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পায়ন) বেসরকারি খাতকে বিনিয়োগ উৎসাহিত করতে হবে; জাতীয় বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
ইএ/জিকেএস
Advertisement