শীত প্রায় বিদায় নিয়েছে। সারাদেশে কুয়াশাও অনেকটাই কমে গেছে। বেড়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ৩ দিন দেশে তাপমাত্রা কমার সম্ভাবনাও নেই।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও শেষরাত থেকে ভোর পর্যন্ত শুধু দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, গ্রামাঞ্চল ছাড়া এখন কুয়াশা অনেক কম পড়ছে। শুধু নদী অববাহিকায় কুয়াশা হালকা কুয়াশা পড়তে পারে। এ মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৭ ডিগ্রি।
Advertisement
আরএএস/এমএইচআর/এমএস