ফিচার

বাইসাইকেল কিনলে মোটরসাইকেল

বাইসাইকেল তো বাইসাইকেলই। মোটরসাইকেলের সঙ্গে তার বিস্তর ফারাক। কিন্তু একটি বাইসাইকেলই যখন হঠাৎ হয়ে উঠবে মোটরসাইকেল তখন অবাক হওয়ারই কথা। হ্যাঁ, এমনই এক অভিনব ইলেকট্রিক বাইসাইকেল কাম মোটরসাইকেল বানিয়েছে একটি বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কোয়েম্বাটুরের বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেরো বাইক নির্মিত এই বাইকটির রয়েছে একটি ফাইভ-স্পিড ডিজিটাল গিয়ার সিস্টেম এবং ব্যাটারিটি খুলে নিলেই এটি হয়ে যাবে বাইসাইকেল। আবার ব্যাটারিটি যুক্ত করলে স্পেরো হয়ে উঠবে মোটরসাইকেল। বাইসাইকেল থেকে মোটরসাইকেলে পরিণত করার পর স্টার্ট দিলে প্রতি ঘণ্টায় এটি ছুটতে পারে ২৫ কিলোমিটার। তবে একটি নির্দিষ্ট স্পিড পর্যন্ত চালানোর পর বাইকটি চলে যাবে ক্রুইজ কন্ট্রোল মোডে। তখন আরোহীকে আর কিছু করতে হবে না। ৩ বছর সময় নিয়ে বাইকটি তৈরি করেছেন এস মণিকান্দন। শুধু তাই নয়, স্পেরো বাইকের পুরো প্রজেক্টটি ছিল ক্রাউডফান্ডেড। জানা গেছে, ফুয়েলাড্রিম নামক একটি প্ল্যাটফর্ম থেকে সাড়ে ৯ লক্ষ টাকা ক্রাউন্ডফান্ডিং পেয়েছে এই প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি জানায়, সাইকেলটি আগামী মাস থেকেই হয়তো কেনা যাবে। ই৩০, ই৬০ ও ই১০০- এই তিন ধরনের মাইলেজ রেঞ্জে পাওয়া যাবে স্পেরো বাইক। কালো, কমলা ও নীল- এই তিনটি রঙের মডেল পাওয়া যাবে।এই ই-বাইকের বেসিক মডেলের দাম ২৯,৯০০ টাকা। ই৬০ এবং ই১০০ মডেলগুলোর দাম হবে আনুমানিক ৩৬,৯০০ টাকা এবং ৪৭,৯০০ টাকা। সব মডেল বুক করা যাবে Fueladream ওয়েবসাইট থেকে। এসইউ/পিআর

Advertisement