যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আগের সপ্তাহ থেকে কাজের বিস্তারিত রিপোর্ট দেওয়ার আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এই রিপোর্ট দিতে হবে।
Advertisement
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সরকারি কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করে জানিয়েছে, এ সংক্রান্ত ইমেইলের জবাব না দেওয়াকে পদত্যাগ হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মীবাহিনী আকার ছোট করে নতুনভাবে সাজানোর উদ্যোগে ডিওজিই-র আরও আক্রমণাত্মক হতে হবে।
Advertisement
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, পাঁচ হাজার চারশ কর্মী ছাঁটাই করা হবে সংস্থাটি থেকে।
এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে। যা প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের অংশ।
ড্যারিন সেলনিক নামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত নয় লাখ ৫০ হাজার শক্তিশালী বেসামরিক কর্মীর সংখ্যা ৫ থেকে ৮ শতাংশ কমানো হতে পারে।
এই ছাঁটাই টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে চলমান সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। এরই মধ্যে বিভিন্ন সংস্থার ২০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
Advertisement
দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই করছেন।
সূত্র: রয়টার্স
এমএসএম