দেশজুড়ে

সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

Advertisement

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডিএম মাইদুল হাসান বলেন, সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডে নতুন চালক গাড়ি নিয়ে এলে সমিতিতে ৮ হাজার ৫০০ টাকা করে ভর্তি ফি দিতে হয়। গত ৮-১০ বছরে প্রায় ১৭ লাখ টাকা সমিতিতে জমা হয়। সমিতির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মাছুম তালুকদার।

দেখভাল করেন মালিক সমিতির সভাপতি আলিমুল চৌধুরী। দীর্ঘদিন ধরে সমিতির হিসাব দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আজিজুর রহমানের নেতৃত্বে শ্রমিকরা পৃথক আরও একটি সমিতি করেন। ওই সমিতির মালিক পক্ষের সভাপতি করা হয় ইলিয়াস মিয়াকে। এরপর থেকে দুটি বিরোধ লেগে রয়েছে। একাধিকবার তাদের মধ্যে হামলা সংঘর্ষ হয়। কয়েকবার সালিশে তা সমাধানও হয়। রোববার ফের দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের পক্ষে আজমিরীগঞ্জ পৌর এলাকা, নগর গ্রাম, শিব পাশা, পশ্চিমভাগসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

Advertisement

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আরব আলীকে (৭০) হবিগঞ্জ সদর হাসপাতাল এবং মোতালিব (৪৬), লুৎফুর (৫২), রায়হান (২০), জাফর (৩৫), দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিনু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল (৩০), ইলিয়াসকে (৫০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস