জাগো জবস

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড-২ এ (বিশেষ শাখা) ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩০ মার্চ পর্যন্ত এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীবিভাগের নাম: ট্রেড-২ (বিশেষ শাখা)

পদের নাম: সৈনিকপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ থাকতে হবে।বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭-২০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শুরুমাত্র কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৭-২১ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন ৫০৫ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, এসএসসি পাসেও আবেদন কারা অধিদপ্তরে ৫০৫ জনের নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও আবেদন

চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবৈবাহিক অবস্থা: অবিবাহিত

Advertisement

শারীরিক যোগ্যতাপুরুষ: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৩৪ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ২৬ বছরেও আবেদন ২৫৫ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, এসএসসি পাসেও আবেদন

প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

Advertisement

আবেদন শুরু: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

সূত্র: ইত্তেফাক, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

এমআইএইচ