দেশজুড়ে

আদালত প্রাঙ্গণে বাদীকে পেটালেন আসামিপক্ষের লোকজন

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে আসামিপক্ষের লোকজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জর্জ আদালত প্রাঙ্গণে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

Advertisement

আহত সুমন মিয়া জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। আটকরা হলেন, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)।

আহত সুমনের বড় বোন ইয়াসমিন জানান, ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দেন। ওই মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়েন।

তখন আসামিরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়েন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এসময় হামলাকারী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দেয় জনগণ।

Advertisement

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নিয়ে আসা হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রেফার করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

Advertisement