বিনোদন

টালিউডে নির্মাতা-টেকনিশিয়ান দ্বন্দ্ব, বন্ধ হতে যাচ্ছে শুটিং

আবারও কলকাতার টালিউডে নির্মাতা ও টেকনিশিয়ান দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পরিচালক ও টেকনিশিয়ানের দ্বন্দ্বে বন্ধ হলো শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের ক্ষোভের মুখে পরিচালক সৃজিত রায়।

Advertisement

কয়েকদিনের মধ্যেই নতুন ধারাবাহিকের শুটিং শুরুর কথা ছিল পরিচালক শ্রীজিৎ রায়ের। বেশ কয়েক লাখ রুপি দিয়ে সেট তৈরি হওয়ার পরেও থমকে গেল তার মেগা সিরিয়ালের শুটিং।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পরিচালক সৃজিত রায়ের সঙ্গে টেকনিশিয়ানরা কোনোরকম সহযোগিতা করছে না, এমনটাই অভিযোগ করেন পরিচালক সৃজিত রায়। কিন্তু টেকনিশিয়ানদের অভিযোগ, পরিচালক সৃজিত রায় ডিরেক্টরস গিল্ড-ফেডারেশনের ঝামেলার সময় টেকনিশিয়ান বিরোধী কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়ের। তার করা কিছু মন্তব্য তাদের বিরুদ্ধে, তাই তিনি টেকনিশিয়ানদের কাছে ক্ষমা চাইতে হবে।

আশঙ্কা করা হচ্ছে যদি টেকনিশিয়ানদের দাবি না মানা হয় তাহলে বন্ধ হতে পারে কলকাতার টালিউডের সব মেগা সিরিয়ালের শুটিংয়ের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পরিচালক সৃজিত রায় বলেন, গত রবিবার আমি জানতে পাড়ি আর্ট সেটিং গিল্ড আমার শুটিংয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তাদের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি অভিযোগ করেন, আমি কোনো এক সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি। সেটার জন্য তারা খুব দুঃখ পেয়েছে। এবং আমার সঙ্গে তারা কাজ করবে না বলে জানিয়েছে।

Advertisement

পরিচালক সৃজিত রায় আরও বলেন, আমি তাদের কাছে প্রমাণ চেয়েছিলাম কিন্তু তারা কোনোরকম প্রমাণ দিতে পারেনি। আমি আশা করেছিলাম মঙ্গলবার সকাল থেকেই তারা কাজে লাগবে কিন্তু তারা কোনোরকম সহযোগিতা করছে না। আমি জানিনা, এটা কে করছে কার কথায় হচ্ছে।

বার বার এ পরিস্থিতির সম্মুখীন কেনো হতে হচ্ছে টালিগঞ্জে? এই বিষয়ে পরিচালক ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন, ‘কেনো কাজ বন্ধ করা হলো। সেটাই বোঝার চেষ্টা করছি। সৃজিত প্রায় কুড়ি-পঁচিশ বছর ধরে কাজ করছে এ ইন্ডাস্ট্রিতে। টেলিভিশনের অন্যতম সেরা পরিচালক সৃজিত। তার কাজ খুবই প্রশংসিত। ওর মতো মানুষ ইন্ডাস্ট্রিতে আছে বলেই অনেক বেশি উন্নতি হচ্ছে। এখন সৃজিতের কাজটা বন্ধ করে দেওয়া হলো। আমি একজন পরিচালক আরেক পরিচালকের সমস্যা হলে ওর পাশে দাঁড়াবই।’

অভিনেত্রী সুদেষ্ণা রায় বলেছেন, ‘কারো কাজ বন্ধ করে দেওয়া এটা কোনো ভালো সিন্ধান্ত হতে পারে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছিলেন যাতে এই ধরনের সমস্যা ঘটলে তারা বসে মিটিয়ে দিতে পারে। তারপরও আমাদের কেউ শুটিং করতে গেলেই তারা তার বিরোধিতা করছে। কারণ তারা তাদেরকে ব্ল্যাকলিস্ট করেছে বলে জানাচ্ছে। কেনোই বা ব্ল্যাকলিস্ট করবে, কি বিষয় ব্ল্যাকলিস্ট করেছে সেটা আমরা কেউ জানি না। তবে আমরা সমস্যার সমাধান চাই।’

কাজ বন্ধ হওয়ার পরেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো অবস্থাতেই কাউকে ব্যান্ড, ব্ল্যাকলিস্ট অথবা সাসপেন্ড করা যাবে না। প্রথম দিন থেকেই তিনি বলে এসেছেন, কোনো কাজ বন্ধ করা যাবে না। কিংবা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না। এরপরেও কাউকে না জানিয়ে ফেডারেশনের নির্দেশে তারা কর্ম বিরতিতে চলে গেছেন। সৃজিত যে কটি সিরিয়াল করে তার সঙ্গে প্রায় তিন থেকে চারশজন টেকনিশিয়ান জড়িয়ে রয়েছে। এত লোকের এখন কি হবে। এইভাবে কাজে বিঘ্ন ঘটালে ক্ষতিটা কার হচ্ছে?’

Advertisement

আরও পড়ুন:

পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সৌন্দর্য নিয়ে প্রশ্ন লারিসাকে নিয়ে নতুন গুঞ্জনে শাহরুখের ছেলে আরিয়ান

এই ঘটনায় টালিউডে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন যে চিত্র উঠে এসেছে তাতে এ পরিস্থিতি দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনে করছেন কলকাতার টালিউডের কলাকুশলীরা।

ডিডি/এমএমএফ/এমএস