বিনোদন

শর্টফিল্ম আকারে মুক্তি পাচ্ছে সিনেমা

বাংলা সিনেমার জগতে এক নতুন ধারা দেখা যাচ্ছে বটে। সিনেমা হিসেবে নির্মিত হয়ে সেটি মুক্তি পাচ্ছে শর্টফিল্ম আকারে। এরই একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনায় নির্মিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

আর ‘জীবন জুয়া’ ফিল্ম হিসেবে নয়, মুক্তি পাবে তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে, নিশ্চিত করেছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ।

তিনি জানান, এই তিনটি শর্টফিল্মের শিরোনাম রাখা হয়েছে ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ এবং ‘ফিল্ম কানন’। প্রতিটি শর্টফিল্মে যে গভীরতা ও ভাবনা রয়েছে তা দর্শকদের কাছে আলাদা আলাদা করে পৌঁছে দিতে চান নির্মাতারা। সেই জন্যই শর্টফিল্ম আকারে এগুলো মুক্তি দেয়া হচ্ছে।

প্রথম শর্টফিল্ম ‘খোয়াব’ ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এটি একটি ক্রাইম থ্রিলার গল্প। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তারা। এটি এমন একটি গল্প, যেখানে মানুষের স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষ তুলে ধরা হয়েছে। এতে ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।

Advertisement

অন্যদিকে ‘প্রিয় প্রাক্তন’ সম্পর্কের উপর ভিত্তি করে একটি আবেগপূর্ণ গল্প। এতে সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন। এটিও একটি নতুন জুটি। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। তিনি জানান, এটি তার প্রথম সিনেমা এবং দর্শক এর মধ্যে নিজ জীবনের কিছু প্রতিফলন খুঁজে পাবেন।

তৃতীয় শর্টফিল্ম ‘ফিল্ম কানন’ নির্মিত হয়েছে এক সিনেমাপাগল মানুষের গল্প নিয়ে। বজলু নামে এক চরিত্র তার স্বপ্নে বিভোর হয়ে এফডিসির গেটে দাঁড়িয়ে থাকে। তার স্বপ্ন সিনেমার নায়ক হওয়ার। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।

এলআইএ/জিকেএস

Advertisement