বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বাইবাসীর আতঙ্ক এখনো কাটেনি। গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। জানা যায়, ডাকাতির উদ্দেশ্য তিনি এসেছিলেন। কিন্তু বাধা দেওয়ায় সাইফের ওপর আক্রমণ করেন এ ব্যক্তি।
Advertisement
এই ব্যক্তি ছয়বার ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েছিলেন সাইফকে। ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। কিন্তু এই ঘটনা ঘটার জন্য কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তাই নয়, এ নির্মাতার স্ত্রী শিবাও একই কথা বলেছেন।
এ প্রসঙ্গে কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন নির্মাতা দম্পতি। কোটি কোটি রুপি পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা। কিন্তু এ প্রসঙ্গে আসার আগে তারা চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন।
তাদের দাবি, আল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশমিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। এরপরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন।
Advertisement
নির্মাতা আকাশদীপ অনেকটা খোঁচা দিয়ে বলেন, ‘নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর সব সময়ে একজন গাড়ির চালক রাখতে পারবেন।’
সেই দিন হামলার রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলি খান। এ প্রসঙ্গেও হাসেন আকাশদীপ। আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি অটোর কথা বিশ্বাসই করেননি। বর্ষীয়ান এ নির্মাতা জানান, তিনি কারিনাকে অনেক ছোট থেকেই চেনেন। তিনি আরও বলেন, ‘কারিনা যখন খুব ছোট ছিল তখন তার সঙ্গে দেখা হয়েছিল। কারিশমার প্রথম সিনেমা “সাহারা” পরিচালনা করেছিলাম। সেই সময় কারিনা একেবারেই শিশু।’
আরও পড়ুন সাইফ-কারিনার পরিবারকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ সাইফ-কারিনার ‘পাতৌদি হাউস’ কেমন, ভেতরে কী কী আছে?সাইফের ঘটনা নিয়ে আকাশদীপ আরও বলেন, ‘সাইফ-কারিনা বলিউডে খুবই সম্মাননীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। ঘরের বাইরে কেনো কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না?’ আকাশদীপের দ্বিতীয় প্রশ্ন, ‘মুম্বাইয়ের বেশির ভাগ বাড়িতেই কর্মীদের থাকার জায়গা কেনো থাকে না?’ সোশ্যাল মিডিয়াতে সাইফ-কারিনার এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
এমএমএফ/জিকেএস
Advertisement