বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলাচলকারী রিকশা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভাড়া নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে যাতায়াতে ইজিবাইক ও রিকশার ভাড়ার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে। তবে ভাড়া ঠিকমতো নেওয়া হচ্ছে কি না বা অতিরিক্ত নেওয়া হচ্ছে কি না তা নজরে রাখা দরকার।
সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, রিকশা এবং ইজিবাইকের ভাড়া নিয়ে শিক্ষার্থী এবং চালকদের মধ্যে প্রচুর বাকবিতণ্ডা হয়ে থাকে। বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হয়েছে। অনেক সময় ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা চেয়ে থাকেন রিকশা ও ইজিবাইক চালকরা। এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী ও রিকশাচালক মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এ ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচিত রিকশায় ওঠার আগে ভাড়া জেনে ওঠা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিকূলতায় এই ভাড়ার তারতম্য হতে পারে।
আসিফ ইকবাল/এফএ/এমএস