বিনোদন

হামলার পর প্রথমবার সাংবাদিকদের যা বললেন সাইফ আলি খান

গেল ১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সারা ভারত কেঁপেছে। অভিনেতার বাড়িতে দুষ্কৃতিকারীরা হানা দিয়েছিল। সেসময় বাধা দিতে গেলে ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফ আলি খান। সেই থেকে ব্যক্তিগত জীবনে এক বড় ঝড়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সেইসঙ্গে এই ঘটনা নিয়ে অনেক মুখরোচক গল্পও চারদিকে ছড়াচ্ছে।

Advertisement

এবার মুখ খুলেছেন অভিনেতা। ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এখন খানিকটা স্বস্তি বোধ খরছেন সাইফ। তাই এসছেন প্রকাশ্যে। প্রথমবার কথা বলেছেন সংবাদমাধ্যমে।

মুম্বাইয়ে সোমবার এক অনুষ্ঠানে নতুন ছবির কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ। ডেনিম শার্ট ও জিন্স পরিহিত সাইফের বাঁ হাতে ব্যান্ডেজ ছিল, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকরা অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে জানান, ‌‘এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভাল লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।’

এদিন একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাদের নতুন কাজের টিজার প্রকাশ করে। সেখানে রয়েছে সাইফ অভিনীত ‘জুয়েল থিফ’ সিনেমার কথা। এই সিনেমার প্রেক্ষাপটে একটি মূল্যবান হীরে চুরির ঘটনা রয়েছে। সাইফ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট এবং ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ।

Advertisement

সাইফ বলেন, ‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’

এদিকে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলাম শেহজ়াদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে যিনি হামলা করেছিলেন তিনি শরিফুলই।

এলআইএ/জিকেএস

Advertisement