দেশজুড়ে

পঞ্চগড়ে বন্ধ পেট্রোল পাম্প, দুর্ভোগে গ্রাহকরা

পঞ্চগড়ে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ করে দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা পেট্রোল পাম্পগুলো পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করা বন্ধ করে দেয়।

Advertisement

এতে দুর্ভোগে পড়েছেন পরিবহন মালিক, শ্রমিক, মোটরসাইকেল চালকসহ এসব জ্বালানি গ্রাহকরা।

মোটরসাইকেলের জন্য তেল নিতে আসা জেলা শহরের রামের ডাংগা মহল্লার আব্বাস আলী বলেন, বাইরে যেতে হবে। গাড়িতে তেল নেই। জরুরি তেল দরকার। এখন কীভাবে যাব? বন্ধের বিষয়ে আমাদের আগে জানানো দরকার ছিল।

পঞ্চগড় পেট্রোল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হিরন বলেন, আমরা নোটিশের সুযোগ পাইনি। আমাদের পুরাতন একটি ফিলিং স্টেশন নোটিশ ছাড়া বন্ধ করা হয়েছে। তাৎক্ষণিক রাতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য গ্রাহকদের নোটিশ দেওয়ার সুযোগ হয়নি।

Advertisement

সফিকুল আলম/এফএ/এমএস