বিনোদন

ওটিটিতে আসছে মেহজাবীনের সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন মেহজাবীনের। শঙ্খ দাশগুপ্তও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে।

Advertisement

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটি আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এ ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে।

আরও পড়ুন:

‘প্রিয় মালতী’ দেখার মতো এক ছবি মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

’প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

Advertisement

‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটি এরই মধ্যে দেশের বাহিরে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে।

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল ‘প্রিয় মালতী’। বাংলাদেশ প্যানারোমা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কার দিয়েছে ফিপ্রেরসি জুরি।

সিনেমাটিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Advertisement

এমআই/এমএমএফ/এমএস