দেশজুড়ে

নেত্রকোনায় বিরল প্রজাতির গন্ধগোকুল আটকের পর অবমুক্ত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাংমোড় এলাকায় মানবাধিকারকর্মী মামুনুল কবীর খানের বাসায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুল আটকা পড়ে। পরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীদের সহায়তার প্রাণিটি উদ্ধার করেন তিনি। এটি উপজেলার একটি বনে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

এলাকার কয়েকজন বাসিন্দা ও বনবিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, মামুনুল কবীর খানের বাসার একটি কক্ষের সিলিংয়ে সুপারি শুকানোর জন্য রাখা হয়। দুপুরে সেখানে উদ্ভট গন্ধ ও শব্দ শুনে পরিবারের লোকজন একটি প্রাণী আটকা দেখে ভয় পেয়ে যান। পরে প্রতিবেশী কয়েকজনের সহযোগিতায় প্রাণিটি সেখান থেকে উদ্ধার করা হয়।

পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনবিভাগ এবং বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ সংস্থা নামের স্থানীয় একটি সংগঠনের সদস্যরা গিয়ে প্রাণীটি নিয়ে গন্ডা ইউনিয়নের মন কান্দা গ্রামের তিন একর জায়গার বনে অবমুক্ত করেন।

সমাজকর্মী মামুনুল কবীর খান বলেন, ধারণা করা হচ্ছে রাতে খাবারের সন্ধানে বেরিয়ে বাসার সিলিংয়ে আটকা পড়েছিল প্রাণিটি। এলাকাবাসী মেরে ফেলতে চাইছিল, কিন্তু আমি বাধা দেই।

Advertisement

বন বিভাগের নান্দাইল রেঞ্জের কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, গন্ধগোকুলটি সুস্থ থাকায় বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। গন্ধগোকুল একটি বিপন্ন প্রজাতির প্রাণী।

এইচ এম কামাল/জেডএইচ/এমএস