বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। এই ধাপের দ্বিতীয় দিন যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়।
শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
Advertisement
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এই ধাপেও বিয়ে পড়ান মাওলানা যোহাইরুল হাসান। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ জোড়া বিয়ে হয়েছে।
বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস
Advertisement