দেশজুড়ে

চাকরি স্থায়ীর দাবিতে মিল্ক ভিটা শ্রমিকদের অনশন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) সিরাজগঞ্জের বাঘাবাড়ি শ্রমিকরা চাকরি স্থায়ীর দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন।

Advertisement

উত্তরবঙ্গে মিল্কভিটার ১৫টি দুগ্ধ ক্রয় ও প্রক্রিয়াকরণ কারখানায় একযোগে এই কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঘাবাড়ি মিল্ক ভিটার মূল ফটকের সামনে অনশন করেন ২২৮ শ্রমিক।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, মিল্ক ভিটায় কর্মরত শ্রমিকরা একযুগ, দেড় যুগ ও দুই যুগেরও বেশি সময় ধরে অস্থায়ী অবস্থায় কাজ করছেন। এ কারণে অবসরের সময় তারা পেনশন বা অন্যান্য ভাতা বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য চাই অনতিবিলম্বে চাকরি স্থায়ী করা হোক।

Advertisement

এটি বাস্তবায়ন না হলে কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে এই কর্মসূচির খবর পেয়ে বাঘাবাড়ি নৌবন্দরের নেতারা ঘটনাস্থলে ছুটে যান, এবং আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এম এ মালেক/জেডএইচ/এমএস