বিনোদন

নায়িকা পপির ছেলে বড় হয়ে গেছে

ঢালিউড থেকে হারিয়ে গেছেন এক সময়ের সুপারহিট নায়িকা সাদিকা পারভীন পপি। শুরুতে তার এ অনুপস্থিতিকে সাময়িক বিরতি ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সময় যতই গড়াতে থাকে, বোঝা যায়, বিনোদন অঙ্গনকে বিদায় জানিয়েছেন পপি। এরই মধ্যে তার চুপিচুপি বিয়ে করার খবরও শোনা যায়। শোনা যায় সন্তান জন্মের খবর।

Advertisement

গতকাল সোমবার জাগো নিউজের হাতে এসেছে নায়িকা পপির স্বামী সন্তানের ছবি। সেখানে দেখা গেছে, বেশ বড় হয়ে গেছে পপির ছেলে আয়াত। বিয়ে নিয়ে কেন এমন লুকোচুরি? জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তার মেজ বোন ফিরোজা পারভীন জাগো নিউজকে বলেন, ‘আমরাও তো ঠিকমতো জানি না।’

আরও পুড়ন ৪ বোন ২ ভাই, বাবার জমি পপির চাই  আড়াল ভেঙে প্রকাশ্যে এসে কাঁদলেন পপি 

পপির ছেলে আয়াতের বয়স এখন তিন বছরের বেশি। কবে বিয়ে করেছেন পপি? জানতে চাইলে ফিরোজা পারভীন বলেন, ‘আমরা পরিবারের কেউ জানি না যে, পপি কবে বিয়ে করেছে। সে একা একা বিয়ে করেছে। সন্তানসহ আমাদের সামনে হাজির হয়েছে।’

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বাস করছেন পপি। তবে এই মুহূর্তে তিনি আছেন খুলনায়। তার স্বামী আদনান উদ্দিন কামাল পেশায় একজন ব্যবসায়ী। পপির নামে বোনের করা জিডি প্রসঙ্গে কথা বলতে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এমনকি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি সাড়া দেয়নি।

Advertisement

সম্প্রতি অভিনেত্রী পপির বিরুদ্ধে ভাই-বোনদের বঞ্চিত করে বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল তার নামে স্থানীয় থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন, বিষয়টি নিশ্চিত করেছেন পপির মা ও বোন। জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির। পপি অভিনীত ও মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। এখানে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি তখন ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর বহু ছবিতে অভিনয় করেছিলেন পপি।

এমআই/আরএমডি/জিকেএস

Advertisement