জাতীয়

সিআরআইয়ের নামে ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি। তবে আইএফআইসি ব্যাংকে প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিআরআইয়ের বিরুদ্ধে অভিযান চালায় দুদক। অভিযান শেষে এসব তথ্য জানানো হয়।

এদিন বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামের প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে লেনদেনের তথ্যও পাওয়া গেছে। অভিযানকালে সংগৃহীত নথিপত্র এবং ব্যাংক হিসাবসমূহের লেনদেনের তথ্য বিস্তারিত বিশ্লেষণ করবে এনফোর্সমেন্ট টিম।

আরও পড়ুন

Advertisement

ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি: দুদক রিজার্ভ চুরির ৯ বছরেও ফেরেনি অর্থ, সাড়া নেই সমঝোতায়ও

এর আগে দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ যায় ওই টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের টিম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় সম্প্রতি অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।

এসএম/কেএসআর/এমএস

Advertisement