খেলাধুলা

সন্ধ্যায় বিশেষ কমিটির মুখোমুখি হবেন কোচ পিটার বাটলার

নারী ফুটবলের প্রধান কোচ পিটার বাটলার আজ (মঙ্গলবার) বাফুফে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হচ্ছেন। সন্ধ্যা ৬টায় কমিটি তলব করেছে এই ইংলিশ কোচকে।

Advertisement

পিটার বাটলার ও নারী ফুটবলারদের মধ্যে তৈরি হওয়া সংকট খতিয়ে দেখতে বাফুফে ৭ সদস্যের যে বিশেষ কমিটি গঠন করেছিল, সেই কমিটি গত দুই দিন ১৮ ফুটবলারের বক্তব্য শুনেছে। প্রথম দিন ৭ জন এবং সোমবার দ্বিতীয় দিন ১১ জন ফুটবলারের কথা শুনেছেন কমিটির সদস্যরা।

মূলত সাবিনারা যে চিঠি বাফুফে সভাপতি ও গণমাধ্যমকে দিয়েছেন, সেই চিঠির বক্তব্যের ওপর ভিত্তি করেই মেয়েদের বেশি জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। বাফুফে সভাপতিকে ইংরেজিতে এবং সাংবাদিকদের বাংলায় চিঠি দেওয়া হয়েছে।

দুই ভাষার চিঠি লেখার কারণ কী, চিঠির ড্রাফট কে করে দিয়েছে, ভিন্ন ভিন্নভাবে মেয়েদের কাছ থেকে সেই তথ্য বের করার চেষ্টা করেছে কমিটি। তবে নারী ফুটবলাররা বলেছেন, তাদেরই সতীর্থ জাপান প্রবাসী মাতসুসিমা সুমাইয়া এই চিঠি লিখেছেন।

Advertisement

নারী ফুটবলারদের যখন ১৫ জানুয়ারি ক্যাম্পে ডাকা হয়েছিল, তার আগেই কোচ পিটার বাটলারের সাথে চুক্তি সম্পন্ন হয় বাফুফের। কমিটি মেয়েদের কাছে জানতে চেয়েছে, তারা যদি ক্যাম্পে উঠে অনুশীলন বর্জন করবেন, তাহলে যোগ দিয়েছেন কেন? ক্যাম্পে না উঠেও প্রতিবাদ করা যেতো। ক্যাম্পে উঠে, ক্যাম্পে থেকে বাফুফের নিয়োগকৃত কোচের অনুশীলন বর্জন শৃঙ্খলাভঙ্গ কিনা, সেই প্রশ্ন করলে অনেক ফুটবলার চুপ থেকেছেন।

মেয়েদের অভিযোগ পুরোপুরিভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন না অনেকে। কারণ প্র্যাকটিস বাদ দিয়ে মডেলিং বা টিকটক, ফিটনেস কমে যাওয়া-কোচ এইসব বললে সেটা বডি শেমিং হবে এমনটাও মনে করছেন না অনেকে।

খেলোয়াড়দের অনেক সময় কোচ মজা করেও কিছু বলতে পারেন, সেটাকে সিরিয়াসলি নেওয়ার যৌক্তিকতাও নেই। সব মিলিয়ে কমিটি পুরো ঘটনাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছে।

আজ পিটার বাটলারের সঙ্গে কথা বলে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। খেলোয়াড় ও কোচের কথার পর এ বিষয়ে তারা একটা সারমর্ম গুছিয়ে আনার চেষ্টা করবেন বলে জানা গেছে। যদি তারা মনে করেন আরও কোন পক্ষের সাথে যেমন, নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে যাওয়া সাংবাদিক, দর্শক, নারী কমিটির কর্মকর্তাদের বক্তব্য শোনার দরকার; সেটা করবে। না হলে তারা একটা প্রতিবেদন তৈরি করে সভাপতিকে জমা দেবেন।

Advertisement

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে এখন কুয়ালালামপুর আছেন এএফসির সভায় যোগ দিতে। আগামীকাল (বুধবার) তার দেশে ফেরার কথা। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা বৃহস্পতিবারের মধ্যে। যতটুকু জানা গেছে, বিশেষ কমিটি নির্ধারিত এক সপ্তাহের মধ্যেই তাদের প্রতিবেদন তৈরি করে জমা দেবে।

কমিটি সময় বাড়াতে চায়না। কারণ আর কিছুদিন পর নারী ফুটবল দলের সংযুক্ত আরব আমিরাত সফর রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারি মেয়েরা আরব আমিরাত যাবে। সেখানে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের সাথে ম্যাচ খেলবে। সফর সন্নিকটে বলেই তদন্ত কমিটি কোচ এবং নারী ফুটবলারদের মধ্যে তৈরি হওয়া সংকট দ্রুত নিষ্পত্তি করতে চায়।

আরআই/এমএমআর/জেআইএম