জাতীয়

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসায় ডাকাতি, দুজন আটক

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি প্রকৌশলী মো. লোকমানের বাসায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Advertisement

ডাকাতদের ছুরিকাঘাতে প্রকৌশলী লোকমান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আটকরা হলেন বায়েজিদ ও আকাশ। তারা ওই বাসায় আগে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক প্রকৌশলী লোকমান দেশের শীর্ষ শিল্পগ্রুপ আবুল খায়ের গ্রুপের আবুল খায়েরের জামাতা। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

পুলিশ জানিয়েছে, ডাকাতিতে অংশ নেওয়া দুই যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তারা পূর্বপরিকল্পিতভাবেই আরও দুজনকে নিয়ে ডাকাতিতে অংশ নেন। বেলা ১১টার দিকে তারা ওই ভবনে প্রবেশ করেন। একপর্যায়ে বাসার ভেতরে চিৎকার শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে এবং শোরগোলের ঘটনা পুলিশকে জানায়। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।

Advertisement

এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ হাজির হয়। পরে সেনাবাহিনীও আসে। দুপুর সোয়া দুইটার দিকে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে সাউন্ড গ্রেনেড ছোড়েন। প্রায় পাঁচ মিনিট অভিযান চালিয়ে বাসার বাথরুমে আটক অবস্থায় গৃহকর্তা প্রকৌশলী লোকমানকে উদ্ধার করা হয়। এসময় বাসায় ভেতরে থাকা আরেক ডাকাতকে আটক করে পুলিশ।

সিএমপি কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার পর থেকে আমরা দুজনকে আটক করেছি। ডাকাতদের কবলে পড়া বাড়ির মালিককে উদ্ধার করা হয়েছে। তিনি আহত হয়েছেন। মূলত ভিকটিমকে বাথরুমে জিম্মি করে রাখা হয়েছিল। জিম্মি বাড়ির মালিককে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটকের জন্য বাসার ভেতরে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমএইচআর/এমএস

Advertisement