চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও নলকূপ স্থাপনের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটির ব্যয় ৭৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৮ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
Advertisement
ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের। প্রকল্প দুটির জন্য মোট ১৩০ কোটি ৭৮ লাখ ৬০০ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের লট-১: সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব ইক্সপানশন অব এক্সিস্টিং নুটানিক্স প্রাইভেট ক্লাইড প্ল্যাটফরম ইন ন্যাশনাল ডাটা সেন্টার অ্যাট বিসিসি এর ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
Advertisement
প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে মাত্র ১টি প্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান থাকরাল ইনফরমেশন সিস্টেম প্রাইভেট লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়। প্রকল্পে ব্যয় হবে ৫১ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৫৮২ টাকা।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের কন্সট্রাকশন অব নাম্বার ওয়ান ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন অ্যাট মিরসরাই, চট্রগ্রামের অতিরিক্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
২০২২ সালের ২৬ মে সিসিজিপি সভার অনুমোদনক্রমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল-এ পানি শোধনাগার ও নলকূপ স্থাপন প্রকল্পের আওতায় মিরসরাই, চট্টগ্রাম-এ ১টি ৫০ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন কাজ যৌথভাবে জেডএইচইস, বিওডব্লিউ এবং এসএমইডিআরআইসি, হংকং -এর সঙ্গে ৪৩৯ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকায় ক্রয়ের চুক্তি করা হয়।
চুক্তিতে ৮০০ মিমি ডায়ার ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের বিষয় থাকলেও বাস্তবে ১০০০ মিমি ব্যাসের ট্রান্সমিশন পাইপলাইন স্থাপন কাজ ও মাটি ভরাট কাজ অন্তর্ভুক্ত হওয়ায় ভেরিশেন বাবদ চুক্তির অতিরিক্ত ৭৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
Advertisement
এমএএস/এমআইএইচএস