অর্থনীতি

তিন দিনব্যাপী ইন্টেরিয়র মেলা শুরু বৃহস্পতিবার

দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার তৈরির বিভিন্ন প্রযুক্তি নিয়ে ইনটেক এক্সপো আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে, চলবে শনিবার পর্যন্ত।

Advertisement

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বিভিন্ন ধরনের ইন্টেরিয়র উপকরণ ও প্রযুক্তির সঙ্গে থাকবে সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য। বিশ্বের নয়টি দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০টি স্টল থাকবে। মেলার পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, প্রথমবারের মতো এ আয়োজন উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হবে আয়োজনটি। এছাড়া যারা এসব পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং এসব শিল্পের সঙ্গে জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।

Advertisement

আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার ফ্রিজ প্রাণ-আরএফএলের চার প্রতিষ্ঠান পেলো বাণিজ্য মেলার সেরা ট্রফি 

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূইঞা বলেন, ইন্টেরিয়র খাত এখন অনেক সম্ভাবনাময়। মানুষের আয় বাড়ছে, মধ্যবিত্তরাও এখন তার ঘরকে সুন্দর করে সাজাতে চায়। এছাড়াও বিদেশে ইন্টেরিয়রের বড় বাজার রয়েছে। আমরা ঠিকঠাকমতো সহযোগিতা পেলে পোশাকশিল্পের পরে দ্বিতীয় বৃহত্তম শিল্পে পরিণত হতে পারবো। এ মেলা সে স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নেবে।

এফ টাচ ইভেন্টসের পরিচালক সোহেল রানা বলেন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র পেশাজীবী, আর্কিটেক্ট এবং সৌখিন গৃহসজ্জাকারীরা এ মেলায় এসে প্রয়োজনীয় পণ্যের প্রদর্শনী দেখে উপকৃত হবেন। এছাড়াও সাধারণ ব্যবহারকারীরা নতুন নতুন গৃহসজ্জা পণ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং গৃহ ও অফিস সজ্জার আসবাবপত্র কিনতে পারবেন।

এই প্রদর্শনীতে অংশগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা। দর্শনাথীদের জন্য প্রবেশমূল্য ফ্রি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এনএইচ/কেএসআর

Advertisement