সাঈম হাসান খান
Advertisement
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমে (আইইএলটিএস) গত ২৫ জানুয়ারি থেকে বাধ্যতামূলক পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার প্রচলন করেছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। এ বিশাল পরিবর্তনে অনেক পরীক্ষার্থীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তাই সঠিকভাবে প্রস্তুতির মাধ্যমে এ পরিবর্তনকে সমস্যা না ভেবে কৌশলে সম্পন্ন করা সম্ভব।
কীভাবে প্রভাব ফেলতে পারেএ পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে লিসেনিং ও রিডিং সেকশনে। আইইএলটিএসের কাগজভিত্তিক পরীক্ষায় পূর্বে উত্তর লিখতে পেন্সিল ব্যবহার বাধ্যতামূলক ছিল। কেউ ভুল করলে সহজে মুছে সংশোধন করা যায়। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার্থীদের থাকতে হবে সতর্ক। যেহেতু উত্তর লেখার জায়গা কম থাকে। তাই ভুল শোধরানো কঠিন হবে।
তাছাড়া কলম দিয়ে লেখা যথাসম্ভব স্পষ্ট হতে হবে। কারণ অস্পষ্ট লেখা অথবা কাটাকাটা উত্তর পর্যবেক্ষণ করার সময় পরীক্ষকের কাছে বোঝা বা স্ক্যানিং করার সময় কঠিন হতে পারে।
Advertisement
অন্যদিকে রাইটিং পরীক্ষার সময় কলম ব্যবহার করে ভুল করলে তা সংশোধন করার সময় লাইন কেটে লিখতে হবে। যাতে লেখার সৌন্দর্য নষ্ট হয়। খারাপ প্রভাব বিস্তার করতে পারে। আবার অনেকে কলম দিয়ে দীর্ঘ সময় লিখতে স্বাচ্ছন্দ্যবোধ না-ও করতে পারেন।
পরিবর্তন থেকে উত্তরণের উপায়লিসেনিং অ্যান্ড রিডিংয়ের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নপত্রে খসড়া করে তারপর দেখে দেখে সঠিক উত্তর কলমে লিখুন। রাইটিং অংশে প্রথমেই কয়েক সেকেন্ড ব্যয় করে আইডিয়া গুছিয়ে নিন, খসড়া করুন। যাতে বেশি কাটাকাটি করতে না হয়। উত্তর লেখার সময় স্পষ্টভাবে লিখুন। যেন পরীক্ষক সহজে বুঝতে পারেন।
ভুল হলে শুধরানোর সময় বেশি কাটাকাটি না করে ভুল শব্দ একটানে কেটে তার পাশে সঠিক উত্তর লিখুন। পরীক্ষার আগে প্রচুর অনুশীলন করুন এবং সতর্কতার সাথে লিখুন। যাতে কলম ব্যবহারে স্বাভাবিক অনুভব করেন।
লেখক: আইইএলটিএস ইনস্ট্রাক্টর।
Advertisement
এসইউ/জিকেএস