হলিউড পপ স্টার বিয়ন্সে। গ্র্যামির মঞ্চে আবারও তৈরি করলেন অনন্য এক ইতিহাস। ৫০ বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জয় করেছেন তিনি। গতবছর মুক্তি পাওয়া তার অ্যালবাম ‘কাউবয় কার্টার’ এই সাফল্য অর্জন করেছে।
Advertisement
অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবনকথা তুলে ধরেছে। এটি মুক্তির পর থেকেই দারুণ জনপ্রিয়তা পায়।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সের সাফল্য আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারের গ্র্যামিতে বিয়ন্সের মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। যা কোনো আর্টিস্টের পক্ষে এই বছরে সবচেয়ে বেশি মনোনয়ন ছিল। এটাও একটা ইতিহাস। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্যই এই মনোনয়নগুলো পেয়েছিলেন তিনি। এক অ্যালবামের জন্য এতগুলো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আরও একটি ইতিহাস তৈরি করেন তিনি। আর গ্রামি জিতে নিয়ে অর্জন করে হলেন অসধারণ ইতিহাস রচয়িতা।
গ্র্যামি হাতে নিয়ে বিয়ন্সে বলেন, ‘আমি সবাইকে অনুপ্রাণিত করতে চাই যেন তারা নিজের প্যাশন নিয়ে কাজ করেন এবং নিজেদের লক্ষ্য পূরণ করেন।’
Advertisement
গ্র্যামির মঞ্চে তার হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফট।
এছাড়া, বিয়ন্সের মাইলি সাইরাসের সঙ্গে আই ‘মোস্ট ওয়ান্টেড’ গানের সঙ্গে পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন।
এদিনের গ্র্যামির অনুষ্ঠানে বিয়ন্সের সাজ নিয়েও বেশ আলোচনা হয়েছে। বিশেষত তার শিমারি গাউনটি, যা অনুষ্ঠানে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
এটি বিয়ন্সের জন্য আরেকটি যুগান্তকারী মুহূর্ত, যা শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, মিউজিক ইন্ডাস্ট্রির জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা।
Advertisement
এলআইএ/জেআইএম