এসে গেল ২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম। প্রতিবারের মতো এবারেও হয়েছে অনেক রেকর্ড। লেখা হয়েছে নতুন নতুন ইতিহাস। এবার সর্বোচ্চ পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার। তাঁর ‘নট লাইকস আস’[ গানটি ড্রেকের বিরুদ্ধে আক্রমণ করে লেখা হয়েছিল।
Advertisement
এটি এবারে মোট পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেছে। সেগুলো ‘সং অফ দ্য ইয়ার’, ‘রেকর্ড অফ দ্য ইয়ার’, ‘বেস্ট র্যাপ সং’, ‘বেস্ট র্যাপ পারফরম্যান্স’ এবং ‘বেস্ট মিউজিক ভিডিও’ ক্যাটাগরি। এছাড়াও এবার ‘অ্যালবাম অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে গ্র্যামি জিতে ইতিহাস গড়েছেন পপস্টার বিয়ন্সে।
৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের প্রধান ক্যাটাগরির বিজয়ীদের তালিকা দেখে নিন-বড় চারটি অ্যাওয়ার্ডস :১. অ্যালবাম অফ দ্য ইয়ারজয়ী: বিয়ন্সে - কাউবয় কার্টার
প্রতিযোগিতায় ছিলঅ্যান্ড্রে ৩০০০ - নিউ ব্লু সানসাবরিনা কার্পেন্টার - শর্ট ন' সুইটচার্লি এক্সসিএক্স - ব্র্যাটজ্যাকব কলিয়র - ডিজেস ভল ৪বিলি আইলিশ - হিট মি হার্ড অ্যান্ড সফটচ্যাপেল রোয়ান - দ্য রাইজ অ্যান্ড ফল অফ আ মিডওয়েস্ট প্রিন্সেসটেইলর সুইফট - দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট
Advertisement
২. রেকর্ড অফ দ্য ইয়ারজয়ী: কেনড্রিক লামার - নট লাইক আস
প্রতিযোগিতায় ছিলদ্য বিটলস - নাউ অ্যান্ড দ্যানবিয়ন্সে - টেক্সাস হোল্ড 'ইমসাবরিনা কার্পেন্টার - এস্প্রেসোচার্লি এক্সসিএক্স - ৩৬০বিলি আইলিশ - বার্ডস অফ আ ফেদারচ্যাপেল রোয়ান - গুড লাক, বেব!টেইলর সুইফট ফিচারিং পোস্ট মালোন - ফোর্টনাইট
৩. সং অফ দ্য ইয়ারজয়ী: কেনড্রিক লামার - নট লাইক আস
প্রতিযোগিতায় ছিলবিয়ন্সে - টেক্সাস হোল্ড 'ইমসাবরিনা কার্পেন্টার - প্লিজ প্লিজ প্লিজবিলি আইলিশ - বার্ডস অফ আ ফেদারলেডি গাগা ও ব্রুনো মার্স - ডাই উইথ আ স্মাইলচ্যাপেল রোয়ান - গুড লাক, বেব!শাবুজি - আ বার সং (টিপসি)টেইলর সুইফট ফিচারিং পোস্ট মালোন - ফোর্টনাইট
Advertisement
৪. বেস্ট নিউ আর্টিস্টজয়ী: চ্যাপেল রোয়ান
প্রতিযোগিতায় ছিলবেনসন বুনসাবরিনা কার্পেন্টারডোচিখ্রুংবিনরেশাবুজিটেডি সোইমস
পপ এবং ডান্স বিভাগ : ১. বেস্ট পপ ভোকাল অ্যালবামজয়ী: সাবরিনা কার্পেন্টার - শর্ট ন' সুইট
প্রতিযোগিতায় ছিলবিলি আইলিশ - হিট মি হার্ড অ্যান্ড সফটআরিয়ানা গ্রান্দে - ইটার্নাল সানশাইনচ্যাপেল রোয়ান - দ্য রাইজ অ্যান্ড ফল অফ আ মিডওয়েস্ট প্রিন্সেসটেইলর সুইফট - দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট
২. বেস্ট পপ সলো পারফরম্যান্সজয়ী: সাবরিনা কার্পেন্টার - এস্প্রেসো
প্রতিযোগিতায় ছিলবিয়ন্সে - বডিগার্ডচার্লি এক্সসিএক্স - অ্যাপলবিলি আইলিশ - বার্ডস অফ আ ফেদারচ্যাপেল রোয়ান - গুড লাক, বেব!
৩. বেস্ট পপ ডু/গ্রুপ পারফরম্যান্সজয়ী: লেডি গাগা ও ব্রুনো মার্স - ডাই উইথ আ স্মাইল
প্রতিযোগিতায় ছিলগ্রেসি অ্যাব্রামস ফিচারিং টেইলর সুইফট - আসবিয়ন্সে ফিচারিং পোস্ট মালোন - লেভি'স জিনসচার্লি এক্সসিএক্স ও বিলি আইলিশ - গেসআরিয়ানা গ্রান্দে, ব্র্যান্ডি ও মনিকা - দ্য বয় ইজ মাইন
৪. বেস্ট ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিংজয়ী: জাস্টিস ও টেম ইমপালা - নেভারেন্ডার
প্রতিযোগিতায় ছিলডিসক্লোজার - শি'স গন, ডান্স অনফোর টেট - লাভডফ্রেড এগেন ও বেবি কিম - লিভেমালোণকাইট্রানাডা ফিচারিং চাইল্ডিশ গাম্বিনো - উইচি
৫. বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামজয়ী: নোরা জোন্স – ভিশন্স
প্রতিযোগিতায় ছিলসিরিল আয়ে - আ ফ্লার ডি পোলেক স্ট্রিট ডাইভ – গুড টুগেদারআ্যারন লাজার – ইমপসিবল ড্রিমগ্রেগরি পোর্টার – ক্রিসমাস উইশ
রক এবং মেটাল বিভাগ :১. বেস্ট রক পারফরম্যান্সজয়ী: দ্য বিটলস - নাও অ্যান্ড দ্যান
প্রতিযোগিতায় ছিলদ্য ব্ল্যাক কিজ - বিউটিফুল পিপল (স্টে হাই)গ্রিন ডে - দ্য আমেরিকান ড্রিম ইজ কিলিং মিআইডলস - গিফট হর্সপার্ল জ্যাম - ডার্ক ম্যাটারসেন্ট ভিনসেন্ট - ব্রোকেন ম্যান
২. বেস্ট রক অ্যালবামজয়ী: দ্য রোলিং স্টোনস - হ্যাকনি ডায়মন্ডস
প্রতিযোগিতায় ছিলদ্য ব্ল্যাক ক্রোওস - হ্যাপিনেস বিটচেসফন্টেইনস ডিসি - রোমান্সগ্রিন ডে - সেভিয়র্সআইডলস - টিএনজেপার্ল জ্যাম - ডার্ক ম্যাটারজ্যাক হোয়াইট - নো নেম
৩. বেস্ট র্যাপ পারফরম্যান্সজয়ী: কেনড্রিক লামার - নট লাইক আস
প্রতিযোগিতায় ছিলকার্ডি বি - ইনাফ (মায়ামি)কমন ও পিট রক ফিচারিং পসডনুয়োস - ওয়েন দ্য সান শাইনস অ্যাগেনডোচি - নিসান অলটিমাএমিনেম - হুডিনিফিউচার, মেট্রো বুমিন ও কেনড্রিক লামার - লাইক থ্যাটগ্লোরিলা - ইয়া গ্লো!
কান্ট্রি বিভাগ :১. বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্সজয়ী: ক্রিস স্টেপলটন - ইট টেকস আ উইমেন
প্রতিযোগিতায় ছিলবিয়ন্সে - ১৬ ক্যারিজেসজেলি রোল - আই অ্যাম নট ওকেকেসি মুসগ্রেভস - দ্য আর্কিটেক্টশাবুজি - আ বার সং (টিপসি)
২. বেস্ট কান্ট্রি অ্যালবামজয়ী: বিয়ন্সে - কাউবয় কার্টার
প্রতিযোগিতায় ছিলপোস্ট মালোন - এফ-১ ট্রিলিয়নকেসি মুসগ্রেভস - ডিপার ওয়েলক্রিস স্টেপলটন - হায়ারলেইনি উইলসন - হুইর্লউইন্ড
আর অ্যান্ড বি এবং আফ্রোবিটস বিভাগ :১. বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্সজয়ী: মুনি লং - মেড ফর মি (লাইভ অন বিইটি)
প্রতিযোগিতায় ছিলঝেনি আইকো - গাইডেন্সক্রিস ব্রাউন - রেসিডুয়ালসকোকো জোন্স - হিয়ার উই গো (আহ ওহ)এসজেডএ - সাটার্ন
২. বেস্ট আর অ্যান্ড বি অ্যালবামজয়ী: ক্রিস ব্রাউন - ১১:১১ (ডিলাক্স)
প্রতিযোগিতায় ছিললাহালা হাথওয়ে - ভান্টাব্ল্যাকমুনি লং - রিভেঞ্জলাকি ডে - অ্যালগরিদমআশার - কমিং হোম
৩. বেস্ট আফ্রিকান মিউজিক পারফরম্যান্সজয়ী: তেমস - লাভ মি জিজে
প্রতিযোগিতায় ছিলইয়েমি আলাদে - টুমরোআসাকে ও উইজকিড - এমএমএসক্রিস ব্রাউন ফিচারিং ডেভিডো ও লোজে - সেন্সেশনালবর্ণা বয় - হায়ার
প্রোডাকশন ও সংরাইটিং :১. প্রোডিউসার অফ দ্য ইয়ার, নন-ক্লাসিকালজয়ী: ড্যানিয়েল নাইগ্রো
প্রতিযোগিতায় ছিলেনঅ্যালিসিয়াডার্নস্ট ‘ডি'মাইল’ এমাইল IIইয়ান ফিচুকমাস্টার
২. সংরাইটার অফ দ্য ইয়ার, নন-ক্লাসিকালজয়ী: অ্যামি অ্যালেন
প্রতিযোগিতায় ছিলেনএডগার ব্যারেরাজেসি অ্যাক্সেল্যান্ডারজেসি জো ডিলনরে
এলআইএ/জেআইএম