আন্তর্জাতিক

সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জাপানি প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সাক্ষাৎ করবেন তারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন। ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হবে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে আমরা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে তুলতে পারবো এবং মার্কিন-জাপান জোটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছি।

নিক্কেই বিজনেস ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ইশিবা ট্রাম্পের সঙ্গে মার্কিন শেল গ্যাসের আমদানি বাড়ানো বিষয়ে আলোচনা করতে চান।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর গত নভেম্বরে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেন শিগেরু ইশিবা। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইশিবা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে জোর দিয়েছেন। জাপান এবং যুক্তরাষ্ট্র প্রধান প্রতিরক্ষা মিত্র এবং একই সঙ্গে একে অপরের শীর্ষ বিদেশি বিনিয়োগকারী।

আরও পড়ুন: শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ট্রাম্প তিন দেশে ট্রাম্পের শুল্ক আরোপ, এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা তিন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধ শুরু?

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছেন।

টিটিএন

Advertisement