সাহিত্য

ফুল আর প্রজাপতি

আহমাদ কাউসার

Advertisement

বিকেলের পথ ধরে সূর্য যখন ডুবে যায়পশ্চিমের গাঁয়েধূসরের দেওয়াল কেটে নীড়ে ফেরে পাখি।আঁধারের গায়ে ঝিঁঝিঁ পোকার সুরেলা প্রতিধ্বনি। আলোর মশাল জ্বেলে জোনাকিরা নামে যখনগাঁয়ের পথে।ঠিক তখনই সুলেখা ফুল হয়ে ফোটে আমার ঘরে।আমি প্রজাপতির মতো ডানা মেলে পাপড়ি ছুঁয়ে শিহরিত হইশুষে নিই ফুলে থাকা অমৃতআর ফুল তার সমুদয় সুভাস নিয়ে জড়িয়ে ধরে আমায়ফুল আর প্রজাপতির নিভৃতচারিতায় চলে দেওয়া-নেওয়ার খেলা।

এসইউ/এমএস

Advertisement