আন্তর্জাতিক

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে শনিবার (২৮ জুন) রাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। তাছাড়া রাশিয়ার এই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) ইউক্রেনের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।

Advertisement

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, এই হামলা প্রতিহত করতে গিয়ে এটি তাদের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে মোট কতগুলো এফ-১৬ ব্যবহার করা হচ্ছে, তা প্রকাশ করেনি কিয়েভ। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় এফ-১৬ যুদ্ধবিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

বিবৃতিতে কিয়েভ দাবি করেছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী এসবের মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, শত্রুর (রাশিয়া) বিমানবাহিনীর ওপর প্রতিরোধ গড়তে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করা হয়েছে।

Advertisement

হামলার পর ইউক্রেনের লভিভ, পোলটাভা, মাইকোলাইভ, দনিপ্রোপেট্রভস্ক, চেরকাসি ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা। ছয়টি এলাকায় আকাশ হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

চেরকাসি অঞ্চলের গভর্নর ইগর তাবুরেটস জানান, সেখানে ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। হামলায় তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে একজন নারী আহত হয়েছেন। অন্যদিকে, মাইকোলাইভ ও দনিপ্রোপেট্রভস্ক অঞ্চলে শিল্পস্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

স্থানীয় প্রশাসন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনের ছবি প্রকাশ করেছে, যেখানে ভবনের দেয়ালে আগুনে পোড়া দাগ, জানালার কাঁচ ভাঙা ও বাসিন্দাদের উদ্ধার করতে দেখা গেছে।

Advertisement

এদিকে, এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, মস্কো থামবে না, যতক্ষণ না তাদের কাছে ব্যাপক হামলার সক্ষমতা রয়েছে। শুধু এই সপ্তাহেই ১১৪টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ১ হাজার ২৭০টির বেশি ড্রোন ও প্রায় ১ হাজার ১০০টি গ্লাইড বোমা ছুড়েছে তারা।

জেলেনস্কি এই হামলাকে ‘বেসামরিক জনগণের ওপর রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের বাঁচার জন্য আরও প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা শুধু ইউক্রেন নয়- সারা ইউরোপের জন্যও সুরক্ষাবর্ম।

সূত্র: রয়টার্স

এসএএইচ