দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ সাহেদুর রহমান দিপু (৫০) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

রোববার (২৯ জুন) ভোরে নোয়াখালী পৌরসভার পূর্ব অনন্তপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে দীপুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশির সময় দেখানো মতে ওই দোকানের সিলিংয়ের ওপর থেকে দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।

Advertisement

ওসি আরও বলেন, সাহেদুর রহমান দিপুর বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে এলাকায় অস্ত্র দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী করতেন। বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে অস্ত্র দিয়ে কেন্দ্র দখল করে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ দখল করেন।

গাবুয়া বাজারের রাশিয়ান প্লাজার মালিক শেখ শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার ভবন নির্মাণের সময় ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে দুই সহযোগী নিয়ে আমার ওপর অস্ত্র নিয়ে হামলা চালান দিপু। তার গ্রেফতারের খবরে আমি খুশি। এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দিনরাত কাজ করছে পুলিশ। অপরাধীদের যে কোনো তথ্য গোপনে প্রশাসনকে সরবরাহ করতে অনুরোধ জানাই।

Advertisement

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম