অন্তর্ভুক্তিমূলক ও বাজারভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে আইডিই বাংলাদেশ প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি ২০২৫-২০৩০ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ২৯ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ক্যাটালাইজিং মার্কেটস: আইডিই বাংলাদেশ প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট সামিট ২০২৫’ অনুষ্ঠানে এ কৌশল উন্মোচন করা হয়।
Advertisement
সামিটে সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, এসএমসি, লাল তীর সিড লিমিটেড, এনআরবিসি ব্যাংক, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রহিম আফরোজ, ইস্পাহানি এগ্রো, ব্র্যাক এবং গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেড।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক, এফসিডিও, ইউনিসেফ, জিআইজেড, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালীয় ও ডেনিশ দূতাবাসের প্রতিনিধিরা। সামিটে ১৪টি প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে কৃষি, ওয়াশ, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি ও ফিনটেক খাতের উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়।
আরও পড়ুনক্যারিয়ারের হাতিয়ার কম্পিউটার সায়েন্সযুক্তরাষ্ট্রের নক্স কলেজে ৩ কোটির বৃত্তি পেলেন সাদঅনুষ্ঠানের প্রধান অতিথি পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আইডিইর এ স্ট্র্যাটেজি একটি সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগ। যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করবে।’
Advertisement
আরও বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) উজমা চৌধুরী, এসএমসির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের সিনিয়র ইভিপি কাজি মো. সাফায়েত কবির, দি মেটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সিইও নিতাই পদ সাহা।
আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামীর কার্কি বলেন, ‘এ স্ট্র্যাটেজি কেবল একটি নীতি-নির্ধারণী দলিল নয়; এটি একটি যৌথ ভিশন—যেখানে ব্যবসা ও উন্নয়ন একসাথে কাজ করে টেকসই সমাধান তৈরি করে। যা সবার জন্য কার্যকর বাজার গড়ে তোলে।’
এই নতুন কৌশলগত রোডম্যাপ আইডিইর চার দশকের অভিজ্ঞতাকে ভিত্তি করে গঠিত। যার লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বৃহৎ কর্পোরেশন পর্যন্ত সবার সাথে সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাজারব্যবস্থা তৈরি করা।
এসইউ/জেআইএম
Advertisement