সাহিত্য

সব মিলিয়েই তুমি এবং অন্য কবিতা

সব মিলিয়েই তুমি

Advertisement

আমার জানালায় হঠাৎই সন্ধ্যাতারা নেমেছেআলোকিত করছে আমার ঘরচকলেট রঙের পাখি ফিরছে নীড়েগঙ্গাতীরের হাওয়ায় ভরে গেল শরীরলোমকূপে মিশে গেল মিষ্টি গন্ধ।

সুখগুলো কি সন্ধ্যাতারা?সুখগুলো কি বর্ণচ্ছটা?সুখগুলো কি গঙ্গাতীরের খোলা বাতাস?

সব মিলিয়েই কি তুমি,—কস্তুরি বাতাস?

Advertisement

****

একটি

আমাদের সকলের দরকারএকটি দিনএকটি মাসএকটি বছর—একটি স্বপ্ন।

লালিত-স্বপ্ন বা উদ্দেশ্য বাস্তবায়নে লক্ষ-কোটি মানুষ সংগ্রাম করেযেমন এই ধরো সেরা স্বপ্ন স্বাধীনতাবলতে পারো বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নআবার বলতে পারো আইন তার নিজের পথে চলা—এটাও তো স্বপ্ন হতে পারে, তাই না?

Advertisement

****

পথশিশুর স্বপ্ন

পথশিশুর কাছে আমরা আমাদের ভবিষ্যৎ বলি— যাদের পায়ে পরার মতো জুতা নেইযাদের খাওয়ার মতো কোনো খাবার নেইযারা কিছু অবাস্তব আশায় বিশ্বাসী।তবুও তাদের স্বপ্ন দেখার সাহস আছেযে স্বপ্নগুলো বন্য এবং স্বাধীন।

তাদের মনের স্বপ্নগুলো আমাদের চোখে দেখি!

এসইউ/জিকেএস