গাজীপুরের কালীগঞ্জে হাফেজিয়া মাদরাসায় আট বছর বয়সী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. জাকারিয়া শেখকে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
শনিবার (২৮ জুন) রাতে নির্যাতিত ছাত্রের বাবা মো. মোশারফ শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় শিশু আইনে মামলা করেন। মামলায় একমাত্র অভিযুক্ত করা হয় শিক্ষক জাকারিয়া শেখকে। তিনি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পরে রোববার (২৯ জুন) দুপুরে গ্রেফতারের পর পুলিশ তাকে গাজীপুর আদালতে নিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
Advertisement
তিনি বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক জাকারিয়া শেখকে আটক করে আদালতে হাজির করা হয়। শিশুটির নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আব্দুর রহমান আরমান/এএইচ/জেআইএম