আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাকে চড় : জোরালো হচ্ছে তামিমির মুক্তির দাবি

ইসরায়েলি সেনাবাহিনীর গালে থাপ্পড় মেরে কারাবন্দি ফিলিস্তিনের ১৭ বছর বয়সী কিশোরী আহেদ তামিমির মুক্তির দাবি অনলাইনে জোরালো হচ্ছে। ইসরায়েলি সামরিক কারাগারে বন্দি তামিমির মুক্তির দাবিতে এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।

Advertisement

ইসরায়েলি কারাগারে বন্দি তামিমিসহ ফিলিস্তিনি সব শিশুর মুক্তির দাবিতে গত ডিসেম্বরের শেষের দিকে অনলাইন স্বাক্ষর কর্মসূচি শুরু করেন ওই কিশোরীর বাবা বাসিম।

পিটিশনে বলা হয়েছে, ‘ইসরায়েলি কারাগারে বন্দি আহেদ ও অন্যান্য শিশুরা : আমরা তোমাদের পাশে আছি, তোমরা আমাদের হৃদয়ে আছো। তোমরা মুক্তি না পাওয়া পর্যন্ত অামরা ছাড়বো না। তোমরা একা নও।’

গত ১৯ ডিসেম্বর রাতে রামাল্লার উত্তরাঞ্চলের নবি সালেহ গ্রামের বাড়ি থেকে আহেদ তামিমিকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি এক সেনাকে চড় মারার অপরাধে ফিলিস্তিনি ওই কিশোরীকে গ্রেফতার করা হয়।

Advertisement

সেনাবাহিনীর সদস্যকে চড় মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পশ্চিম তীরের আল নাবি সালেহ নামের একটি ছোট গ্রামে দুই ইসরায়েলি সেনার মুখোমুখি হতে দেখা গেছে। ভিডিওতে ইসরায়েলি সেনাদের চড়, লাথি, আঘাত করতে দেখা গেছে আল তামিমিকে। সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসআইএস/পিআর