বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে কিছুই বলেননি বাংলাদেশে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
Advertisement
রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তিস্তাসহ দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা করেছি।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৭ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়া হয়।
Advertisement
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার বক্তব্যে এ বিষয়ে কোনো কথাই বলেননি।
এইউএ/বিএ/আরআইপি