ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ কিশোর নিহতের ঘটনায় এখনও মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী।
Advertisement
৫৮ বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইতোমধ্যে পত্র দেয়া হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক গতকাল রাতে হয়েছে। আরও একটি বৈঠক আজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ দুইটি নিয়ে গেছে।
উল্লখ্য, মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে সোহেল তরফদার ও হরুন অর রশিদ সীমান্তের ওপারে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় গতকাল সকাল ১০টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়।
Advertisement
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর