উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামের মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। সোমবার কুয়ালালামপুরে একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন নাম। সেসময় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এ ঘটনায় আটক এক নারীকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরো এক নারীকেও আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটা নিশ্চিত নয়। কিম চল নামে মালয়েশিয়ায় ভ্রমণকারী ব্যক্তিই কিম জং নাম কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মালয়েশিয়া। তবে দক্ষিণ কোরিয়া নিশ্চিত করে বলছে কিম চল নামের ওই ব্যক্তিই কিম জং নাম। এদিকে, বৃহস্পতিবার প্রয়াত বাবা কিম জং ইলের ৭৫তম জন্মবার্ষিকী পালন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে ময়নাতদন্তের আগেই নামের মৃতদেহ ফেরত চেয়েছিল উত্তর কোরিয়া। টিটিএন/আরআইপি
Advertisement