বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ এক ম্যাচ বাকি থাকতেই। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
Advertisement
সব হারিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন শেষ ভালোর আশায়। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
শান্ত বলেন, ‘অবশ্যই আমি মনে করি, সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং আরও ভালো হবে।’
দেশের হয়ে খেলতে গেলে সবসময়ই শতভাগ চেষ্টা থাকে। শেষ ম্যাচেও এর ব্যত্যয় ঘটবে না, জানালেন শান্ত। তার কথা, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’
Advertisement
এমএমআর/এমএস