জাতীয়

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: সন্দেহভাজন দুজন আটক

ঝিনাইদহ জেলার শৈলকুপায় গুলিতে চরমপন্থি নেতাসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে, সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের নাম আবু সাঈদ (৩৯) ও আনারুল ইসলাম রাজ (৩৬)।

Advertisement

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ঝিনাইদহে তিনজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-৬ এর আভিযানিক দল। খুনের ঘটনায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় দিকে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলি করে ও কুপিয়ে ৩ জনকে হত্যা করে দুর্বৃত্তরা।

Advertisement

আরও পড়ুন

চরমপন্থি ৩ নেতা খুন, ১৬ ঘণ্টায়ও হয়নি মামলা শৈলকূপায় ‘ট্রিপল মার্ডার’ ঘিরে নানামুখী রহস্য

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ (৫২), তার শ্যালক উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন (৩৭) ও কুষ্টিয়া সদর উপজেলার রাইসুল ইসলাম (২৭)।

নিহতদের মধ্যে হানিফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ছিলেন। একটি হত্যা মামলায় তিনি ফাঁসির দণ্ড থেকে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়ে মুক্তি পান। পরে তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্যজীবী লীগের পদ পান।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে একই স্থানে চাঞ্চল্যকর ফাইভ মার্ডারের মতো ঘটনাও ঘটেছে।

Advertisement

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তিনদিন পর ২৪ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন নিহত হানিফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা।

টিটি/এমএইচআর/এমএস